মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছেন ভারতে। কাল, সোমবার, দুপুর নাগাদ গুজরাতের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা তাঁর। ট্রাম্প আসছেন, তাই দেশজুড়ে বেশ সাজো-সাজো রব! আর মার্কিন প্রেসিডেন্ট নিজে? তিনি সেজেছেন বাহুবলী! জনপ্রিয় সিনেমাটির প্রধান চরিত্রের মতো সুপারহিরো মার্কা ভাবভঙ্গিও করছেন।
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
না, সত্যি এমন সাজেননি ট্রাম্প। টুইটারে এক ব্যক্তি বাহুবলীর একটি ভিডিয়োতে হিরোর মুখের জায়গায় ট্রাম্পের মুখ বসিয়ে সেটি শেয়ার করেছিলেন। ভিডিয়োটি মনে ধরে যায় প্রেসিডেন্টের। পোস্টটি শেয়ার করে ট্রাম্প লেখেন, “ভারতে আমার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি!”
প্রসঙ্গত, সোমবারই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশাল দর্শকের সামনে বক্তৃতা দেবেন ট্রাম্প। তারপর যাবেন সবরমতী আশ্রমে। সেদিনই পরে দিল্লীতেও যাওয়ার কথা তাঁর।
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)