| 1 সেপ্টেম্বর 2024
Categories
ক্রিকেট খবরিয়া খেলাধুলা

আইপিএল ফাইনাল ২০১৯ এগিয়ে কে চেন্নাই নাকি মুম্বাই

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

 

হায়দ্রাবারের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

এই দুই দল বিশ্বের সবচেয়ে আলোচিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে, যেখানে দুইবার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এছাড়া মোট ২৭ বারের দেখায় মুম্বাই জিতেছে ১৬টি ম্যাচ, চেন্নাই ১১টি।

এর এই মৌসুমে তিনবার দেখা হয়েছে এই দুইদলের, যেখানে তিনবারই মুম্বাই জয়ী।

তবে একটা জায়গায় দুই দল সমানে সমান উভয় দলেরই তিনটি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা আছে।

তাই এই ম্যাচটি মূলত এগিয়ে যাওয়ার ফাইনাল ম্যাচ।

২০১০, ২০১১ ও ২০১৮ সালে তিনবার এই শিরোপা জেতে চেন্নাই সুপার কিংস।

ক্রিকেটার রোহিত শর্মা তার পঞ্চম আইপিএল শিরোপা থেকে এক ম্যাচ জয় দূরত্বে
এছাড়া চারবার আইপিএলের রানার্স আপ হয় চেন্নাই।

আর মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে আইপিএল শিরোপা জেতে।

চেন্নাই সুপার কিংস অবশ্য ২০১৭ ও ২০১৮ এই দুই বছর আইপিএল থেকে নিষিদ্ধ ছিল।

এবার গ্রুপ পর্বের দুই ম্যাচেই মুম্বাই জয় পায়, এছাড়া প্লে অফের কোয়ালিফায়ারেও সহজেই চেন্নাইকে ৬ উইকেটে হারায় মুম্বাই।

চেন্নাই সুপার কিংসের শক্তি কোথায়?

চেন্নাইয়ের মূল শক্তিমত্তার জায়গা অভিজ্ঞতা।

অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী, শেন ওয়াটসন, সুরেশ রায়না, হরভজন সিং, ইমরান তাহির, রাভিন্দ্রা জাদেজা ও ডোয়াইন ব্রাভোর মতো নাম রয়েছে এই দলে।

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বাড়তি অভিজ্ঞতার যোগান দেন, ঠান্ডা মাথার কোচ হিসেবে তার খ্যাতি রয়েছে, সাথে যোগ হয় ধোনির ক্রিকেটীয় বুদ্ধিমত্তা।

মাহেন্দ্রা সিং ধোনি এই আইপিএলে তুলেছেন ৪১৪ রান, যা তার সর্বকালের সর্বোচ্চ আইপিএল রান।

তিনবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই, এবারসহ আটবার উঠেছে ফাইনালে
তার সাথে সহযোগী ভূমিকা পালন করেছেন ফ্যাফ ডু প্লেসি, শেন ওয়াটসন, রাভিন্দ্রা জাদেজা ও মিচেল স্যান্টনার।

এই দলটির গড় বয়স ৩৫, তারা টানা দুটো ফাইনাল খেলছে আইপিএলে।

১০ মৌসুমে মোট আটটি ফাইনাল খেলছে চেন্নাই সুপার কিংস।

এই ম্যাচে যদি চেন্নাই জিতে যায়, তবে এটা হবে সুপার কিংস অধিনায়ক হিসেবে ধোনির ১০০তম আইপিএল ম্যাচ জয়।

মুম্বাই কোথায় এগিয়ে

মুম্বাই ইন্ডিয়ান্স এবার দুর্দান্ত একটা আইপিএল মৌসুম কাটিয়েছে।

এতোটাই ভালো করেছে যে তারা কদাচিৎ প্রথম অবস্থান থেকে নিচে নেমে এসেছে এই মৌসুমে।

এমনকি ফাইনালে জায়গাও করে নিয়েছে অনায়াসে, যার ফলে ফাইনালের চারদিন আগেই ভেন্যু হায়দ্রাবাদে তাবু গেড়েছে দলটি।

গোটা দল হিসেবেই এবার ভালো করেছে মুম্বাই।

মোচ চারজন ব্যাটসম্যান ৩০০ এর বেশি রান করেছে মুম্বাইয়ের হয়ে।

আর পাঁচজন বোলার তুলে নিয়েছেন ১০টি বা তার বেশি উইকেট।

বিশেষত হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ এবার দুর্দান্ত পারফর্ম করেছেন মৌসুম জুড়ে।

জাসপ্রিত বুমরাহ’র ওপর ভরসা রাখবেন রোহিত শর্মা
কিরন পোলার্ডের পরিবর্তে এবারের আসরে হার্ড হিটারের ভূমিকায় কাজ করেছেন পান্ডিয়া, এখন পর্যন্ত তুলেছেন ৩৮৬ রান।

আর শেষ আট ওভারের জন্য অনায়াসে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা ও জাসপ্রিত বুমরাহ’র ওপর ভরসা রাখতে পারেন।

 

যদি না জেনে থাকেন

আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি রান করা সেরা চার ব্যাটসম্যানই চেন্নাই সুপার কিংসে খেলছে, সুরেশ রায়না, মুরলি ভিজেয়, মাহেন্দ্রা সিং ধোনি ও শেন ওয়াটসন।

আইপিএল ফাইনালে আগে ব্যাটিং করা দল ৬৩.৬০ শতাংশ ম্যাচ জিতেছে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র দল, যারা ৫০% এর বেশি ম্যাচ জিতেছে

রোহিত শর্মা, হরভজন সিং ও আম্বাতি রাইডু যদি আজকের ম্যাচে জয় পায় তবে এটা হবে তাদের পঞ্চম আইপিএল শিরোপা যা যে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত