Categories
ছড়া: নতুন দিনে । অজিত রায় ভজন
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
নতুন দিনে গাইবো সবে
ভালোবাসার গীতি।
ভুলেই যাবো গেলো দিনের
দুঃখ ব্যথার স্মৃতি,
মনের যতো পঙ্কিলতা
সবটা ভেসে যাকনা,
স্বপন নিয়ে আজ সকলে
মন রাঙিয়ে রাখ না।
আয় সকলে যাইনা ভুলে
সকল গ্লানি ভয়-রে,
বিভেদ ছেড়ে সত্য পথে
চললে হবে জয়-রে।
নতুন বছর সফলতায়
পূর্ণ থাকুক মন-টা,
আনন্দেতে ভাসুক সবে
কাটুক সুখে ক্ষণ-টা।

ছড়াকার