| 1 সেপ্টেম্বর 2024
Categories
ফটোগ্রাফি

জাহিদ হোসেন মাসুমের ক্যামেরা কাব্য

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
ধোঁয়াশা ধোঁয়াশা যাপন জুড়ে দূষণ নদীর হাহাকার

ভেসে যাও চোখ সবুজ ছায়া জলে। দূর বেদনার নীলে।


জীবন ফেলেছে ছিপ জলের টোপে।

বন্দর ছেড়েছে জাহাজ তবুও চলছে পথ পদক্ষেপে।

জালে আটকে আছি, নিঃসঙ্গ নীল জলে।

তোমায় ছুঁতে চাওয়ার ঢেউ পারি দেয় রোদের বেলা।

মেঘ ডেকে ওঠে দুনয়নে।তুমি এলে না বলে।

পারে এবার ফেরারে মন।সঙ্গে নে আমায়।

মাঝদরিয়ায় একলা মাঝি উথাল পাতাল মন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত