আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![অনন্যা গোস্বামী]()
আমি হয়তো স্বপ্ন দেখিনি
স্বপ্নগুলো অন্যরকম…
খুব গভীরে ঝিনুক বুকের মুক্তোদানা…
আমি হয়তো ডুবতে পারিনি…
আমার অতলের ঠাণ্ডা জলের নীলাভ আলোয়…
ঝিনুকগুলো মরে গেছে…
আমি হয়তো ধরতে পারিনি
স্বপ্নের বুদবুদ
হাসির মতো সাদা ফেনায়…
স্বপ্নগুলো মিলিয়ে গেছে…
সেই কবে কোন ব্যাঙ্গমা শুনিয়েছিল কণ্ঠগানে…
পুতুলবাড়ির মায়াকথা…
আমি হয়তো গড়তে পারিনি…
ছিঁড়ে যাওয়া শিহরণের বিক্ষিপ্ত কণ্ঠহার
আজ আমায় শূন্য করেছে।
বাস্তুতন্ত্রের অভিযোজ্যতায় মুক্তোদানার আবেগ
আজ বড্ড কৌতুকময়!
আমি হয়তো দেখতে পারিনি
বুকের ভেতর মুক্তোদানার চাষাবাদ…
হয়তো দেখেছিলাম…
হয়তো…
ভুলে গেছি…
হয়তো ভুলে যায়…
সব মেয়েই…।
![অনন্যা গোস্বামী](https://irabotee.com/wp-content/litespeed/avatar/fc4e05528f6449bed11ba1c886b21a0c.jpg?ver=1738954184)