১.
মহানায়কের কথা
বিংশ শতাব্দীর হে মহানায়ক, রাজনীতির কবি
তোমাকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি
কিন্তু তোমাকে দেখেছি তোমার লেখায়, বক্তৃতায়
তোমাকে আরো ভাল করে চিনতে পেরেছি
তোমার সংগ্রামী জীবন আলখ্যে।
আরো ভালভাবে জানতে পেরেছি তোমার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও সংকলিত চিঠি পত্রের বইগুলো পড়ে।
জেনেছি বিংশ শতাব্দীর এক বৈরি পরিবেশে তোমার জন্ম
জন্মেই তুমি দেখলে নিপীড়িত আর ক্ষুধার্ত মানুষের ক্রন্দন
শোষক আর শোষিতের চির দ্বন্দ্ব
দরদী তুমি বেছে নিলে শোষিতের পক্ষ।
যখন বড় হলে বুঝতে শিখলে ঠিক তখনই-
বৈরী সমাজ আর পরিবেশের বিরুদ্ধে একাই শুরু করলে সংগ্রাম
স্বদেশের প্রতি নিখাদ ছিলো তোমার ভালোবাসা
তাইতো হানাদারদের কবল থেকে আর এদেশীয় দেশপ্রেমহীন চাটুকার পাকিস্তানি প্রেত্নাতাদের কবল থেকে নিজের মাতৃভূমিকে মুক্ত দেখতে চেয়েছিলে তুমি।
মূলত স্কুল জীবন থেকে শুরু হল তোমার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম
পূর্ণতা পেল ৫২’র ভাষা আন্দোলনে।
এরপর ৬৬ এর ছয় দফা আন্দোলন,
৬৯ এর গণ-অভ্যুত্থান,
৭১ এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়লাভ,
৭ ই মার্চের সাহস জাগানিয়া পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ প্রদান,
২৬ শে মার্চের স্বাধীনতার ঘোষণা
এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পর পরাধীনতার নাগপাশ থেকে বিজয় লাভ ছিল তোমার বলিষ্ঠ নেতৃত্ব ও সংগ্রামের ফসল।
বাঙালির প্রতি ছিল তোমার অগাধ বিশ্বাস ও ভালবাসা
সরকার উৎখাতের গুঞ্জন শুনলেও তাকে পাত্তা দাওনি তুমি
বরং গর্ব করে বলতে “এরা সবাই আমার সন্তান
কেউ আমাকে আঘাত করতে পারবে না।”
গরীব দুঃখী মেহনতী মানুষের মুখে দুমুঠো ভাত ও হাসি ফুটানোই ছিল যার জীবনের লক্ষ্য
এরকম একজন মহান মানুষ কী কারো শত্রু হতে পারে?
হ্যাঁ; পারে। কারণ—
তুমি ছিলে মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল
ছিলে প্রগতির পক্ষে, কল্যাণের পক্ষে
ছিলে সত্য ন্যায় আর সুন্দরের পক্ষে
কুসংস্কার ও ধর্মান্ধতার বিপক্ষে ছিলে তুমি
সাম্প্রদায়িকতা ছিল তোমার চোখের বিষ।
তাহলে এই ঘুণে ধরা সমাজে তোমার চেয়ে বড় শত্রু আর কে ছিল এই বাংলায়??
২.
আমার পরিচয়
আমি জন্মেছি এই বাংলায়
বাংলায় লিখি গান
ছাপান্ন হাজার বর্গমাইল
আমার বাসস্থান।
আমি মানি না জাতিভেদ প্রথা
আমি কাউকে করি না ঘৃণা
ভালোবাসার এমন শিক্ষা
দিয়েছেন জাতির পিতা।
শুধু ব্যানারে পোস্টারে নয়
আমি ধারণ করি আত্মায়
বঙ্গবন্ধু শেখ মুজিবর
আমার পুরো সত্তায়।
![শেখর বালা](https://irabotee.com/wp-content/litespeed/avatar/29f9ee3ddaaa8657f1f25b7423ffca26.jpg?ver=1738563343)