Categories
ঘুরবো সারাবেলা
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বন্ধ ঘরের দোর জানালা বন্ধ ঘরের খিল
বুকের ভেতর মনপাখিটা হাসে খিলখিল।
হাসছ কেন? হাসছ কেন? বলনা তবে শুনি
বন্ধ ঘরের বাইরে যেতে দিনটি শুধু গুনি।
আবার কবে দেখবো, দিগন্ত ছোঁয়া বিল
বর্ষা জলে মাছে পোনা করছে কিলবিল
আবার কবে শান্ত হবে এ পৃথিবীর ক্রোধ
এত মৃত্যু তারপরও কি হয়নি প্রতিশোধ?
অবুঝ মানুষ ভুল করেছে পাপও কতশত
এবার তোমার খর্গ নামাও শান্তি অবিরত।
বন্ধ ঘরের দোর জানাল খুলে দেব আজি
শিউলী গুলি এ শরৎতে শুভ্রসাজে সাজি।
দেখবো চেয়ে দিগন্তে ‘ঐ সাদা মেঘের ভেলা
সবুজবনে পাখির গানে কাটবে সারাবেলা।
ছড়াকার, সম্পাদক।