| 1 সেপ্টেম্বর 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

ঝমঝমিয়ে বৃষ্টি আসে 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 ঝমঝমিয়ে বৃষ্টি আসে            ঘনায় আঁধার চর্তুপাশে
       গরুগুলো লেজ উঁচিয়ে ঢুকছে গোয়ালঘরে,
গাছপালা সব ফুলে ফলে         ভিজছে সবাই বৃষ্টি জলে
       কুকুরগুলো জটলা ক’রে ডাকছে তারস্বরে।
 সাপের মতো তড়িৎ ছোটে       খোকাখুকু আঁৎকে ওঠে
   ভয় পেয়ে তাই মা মা ক’রে ডাকছে তারা মাকে,
গুড়ুম গুড়ুম মেঘ যে হাঁকে       দুই হাতে ওই দু’কান ঢাকে
    কানে বুঝি তালা এবার লাগবে মেঘের ডাকে।
জল থই থই চারিপাশে            ব্যাঙের ডাক ভেসে আসে
   উদোম গায়ে ছেলের দল করছে জলে খেলা,
মাটি মায়ের মিটলো খরা           শীতল হ’লো বসুন্ধরা
   বসলো কবি লিখতে ছড়া বৃষ্টি-ভেজা বেলা।

One thought on “ঝমঝমিয়ে বৃষ্টি আসে 

  1. আমার লেখাটি ‘ইরাবতী শিশুকিশোর কলধ্বনি ২০২০’ তে স্থান পাওয়ায় প্রিয় সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ । ইরাবতীর পরবর্তী সংখ্যার জন্য লেখা কবে পাঠাতে হবে একটু জানাবেন প্লীজ ।
    —— দীনেশ সরকার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত