নাম-গুণগান
বাপ-দাদারা নাম রেখেছে- ঘাম ঝরিয়ে কত,
উঠবে গড়ে জীবনখানা- ফুটবে নামের মত।
কিন্তু আহা! মিথ্যে ডাহা- নামের মানে মেনে,
মানুষ কী আর মান ও হুঁশে আপনাকে নেয় জেনে!
পঞ্চাননের পাঁচ মুখও নেই- অন্ধ সুলোচনা,
দয়াল খুড়ো ভয়াল- মনে নেই দয়া এক কণা।
হারাধন নয় ধনহারা- তার ব্যাংকে অঢেল টাকা,
সুকেশবাবুর মাথাটা হায় এক্কেবারেই ফাঁকা।
লক্ষ্মীরানি দজ্জালই খুব- সুবোধ বোকাসোকা,
সুশান্ত নয় শান্ত মোটেই- দুষ্টু ও একরোখা।
গৌরীর রঙ হয় না গৌর হাজার ঘষেমেজে,
শ্যামলী খুব ফর্সা মেয়ে- শ্যামলা তো নয় সে যে।
জন্ম থেকেই সুভাষ বোবা- নেই ভাষা তার মুখে,
দুখীরাম তো জীবন কাটায় অট্টালিকায় সুখে।
বিমল-অমল দুইটি ভায়ের মনটা ভরা মলে,
গোমড়ামুখো সুহাসিনী- সুধীর দ্রুত চলে।
শিল্পী মোটেই জানে না সেই শিল্পকলাটাকে,
আনন্দ রয় মনমরা আর অভয় ভয়ে থাকে।
নামের সাথে দেহের-মনের মিল খুঁজে না পেলে-
নাম-গুণগান কেমনে লিখি ছড়ার খাতা মেলে?
![শংকর দেবনাথ](https://irabotee.com/wp-content/litespeed/avatar/ba2f33a5178df7b196e61c7c216270ac.jpg?ver=1738508249)