| 6 ফেব্রুয়ারি 2025
Categories
শিশু-কিশোর কলধ্বনি

কবি মহাশয়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

সেদিন রাতে লিখছি ছড়া
বসে চিলে-ছাদে
পাঠাতে কাল হবে লেখা
শারদ-পত্রিকাতে।

চুলকে মাথা করছি চিন্তা
হাতে কলম ধরা
শেষ শব্দ পাচ্ছি না যে
চেষ্টা অনেক করা।

হঠাৎ এসে বসল পাশে
একটা নিশি ভূত
লিখল খাতায় শব্দখানা
মিল হল অদ্ভূত।

তারপরেতে বললে হেসে
আসল পরিচয়,
‘ভূত-সমাজে আমার নাম
কবি মহাশয়।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত