| 1 সেপ্টেম্বর 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

আজব বিচার

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আজব বনে ঘটছে কিছু
বলছি কথা ভাইরে
উল্টো বিচার দিনে রাতে
তুলনা যার নাইরে।
বন মহলে বন মুরগি
বংশ হলে শেষ
চাপানো উতোর পশুকূলে
চলতে থাকে বেশ।
পশু রাজের বিচার সভায়
বিচার হলে শুরু
গো বেচারা তৃন ভোজির
বুকটা দুরু দুরু।
সওয়াল করে জবাব চালায়
চোখ পাকিয়ে হায়না
নেগড়ে শিয়াল বন মুরগি
কোনো দিনও খায় না।
বাঘ সিংহের বিচার সভায়
হয়ে গেল বিচার,
ভেড়া-ই নাকি মুরগি খায়
করে তাদের শিকার।
শিয়াল নেগড়ে-র নামাবলী
শেষটা হলে জেরা,
বিনা দোষে দোষী হলো
শাকাহারী-ই ভেড়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত