Categories
উৎসব সংখ্যা: কচি রেজা’র কবিতা
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট ![কচি রেজা]()
সাদা মাফলার
কুয়াশায় ভুল হয়ে যায় শীত
ঢুকে পড়ি এ রাস্তা থেকে ও রাস্তায়
দেখি, সফেদ আঙুর, আঙুলের ভাঁজ
গড়ন বেঁকে ছিঁড়ে যাচ্ছে নেশার গেলাস
ইট-বালু খসে যাবার শব্দে তোমার চমকানো
এত কাচ আমি ভাঙ্গতে পারি না
বরাবর দেরি করেছি আমিষের কাছে পৌঁছতে
কেউ ছাদ থেকে ফেলে দিয়েছিলো
আমি হাসতে হাসতে মাধ্যাকর্ষণ নয়
পতনের শব্দে চিনে নিয়েছি ব্যথা
আমিও জানি, তাই নিশ্চিন্তে ভেঙ্গে গেছি
তারপর অন্তহীন নীরব বাগানে চুপিসাড়ে খুঁজি
সাদা কুয়াশায় উড়ে যায় লম্বা মাফলার।
খুঁজব না জানি
ধ্বংস আর অভ্যাস হারিয়ে
এলো মেলো ভুলের ভেতর কোথায় যে খুঁজি
আপেলপাতার পুরানো পথে
অথবা নৌকায়
সাতশো সিঁড়ি বেয়ে উঠি রাক্ষসছাদে
সেখানে কান্নায় গড়ায় কিছু ঘামবল
কে যে কাঁকড়া, আলতার পা’
ছিল কি না
আজ বুঝি রুপোর নুপুরের সাথে গেছে বেপাড়ায়
বহু কিছু দেখি নি
পিয়ানোর দিকে কেবল তাকিয়ে থেকেছি
আঙুল বাজতে চেয়েছিল আমারই ভুলে
পরিচয় করাই নি ঈশ্বরের সাথে
দেখিনি বেড়ালের বেড়ে ওঠা
আমি কিন্তু একা আর গোপন
দুটো চিবুকের মতো সহস্র ঘুমেরা আজ বাঁকা
খুঁজে পাবো না জানি
খুঁজব না জানি।
থানকুনি পাতা
এবার তো বাসি পেটে জন্মেছি তাই আমাকে খেতে দেয়া হয় থানকুনি পাতার রস, গত বারের কথা ভাবো, গৃহস্থের ঘরে জন্মে দেখি মহিষটা গেছে হারিয়ে
লাল সুরকির পথে তাকে আর খুঁজে পাইনি
এবার তো ভানু মাঝি আমার বাবা
অন্ধকারে সঙ্গে সম্পর্কও রক্তের, রক্ত কিন্তু দেখবার মত নয় তবু তুমি একটু সরে বসলে
কত আর বলি অল্প বয়েসী বট গাছের আত্মার কথা তুমি দাও না আমাকে একটি গ্রাম, দেবে
আমার সবটুকু পেতল দিয়ে তোমাকে নাচ শেখাব
জানিনা কারা জবাই হয়ে গেছে
কাদের রক্তে ভরে গেছে বুক।
![কচি রেজা](https://irabotee.com/wp-content/uploads/2024/09/Kochi-Reza-3-150x150.jpg)
নব্বই দশকের অন্যতম কবি।
উল্লেখযোগ্য প্রকাশিত কবিতার বই : অবিশ্বাস বেড়ালের নূপুর ( ২০০৯) ভুলের এমন দেবতা স্বভাব (২০১২) অন্ধ আয়নাযাত্রা ( ২০১২) মনে করো : (২০১৭) নির্বাচিত কবিতা ( ২০২০)