হাসপাতালে লিটন দাস৷ ২০.৩ ওভারে মহম্মদ শামির শর্ট বল হেলমেটে লাগে বাংলাদেশি এই ক্রিকেটারের৷ শামির বলে আহত বাংলাদেশের ক্রিকেটার ভর্তি হন কলকাতার বেসরকারি হাসপাতালে৷ বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি বাংলাদেশি এই ক্রিকেটার সেখানে কিছুক্ষণের মধ্যেই সিটিস্ক্যান হবে৷ দু’জন চিকিৎসকের অধীনে ভর্তি রয়েছেন তিনি৷
In the end, it's all about the #SpiritOfCricket.#TeamIndia physio, Mr. Nitin Patel attends to Nayeem after he gets hit on the helmet.#PinkBallTest pic.twitter.com/pFXsUfXAUY
— BCCI (@BCCI) November 22, 2019
এই টেস্টে আর খেলতে পারবেন না তিনি ৷ তাঁর বদলি মেহেদি হাসান৷ এদিকে লিটনের পর ফের বলের আঘাত পান নইম৷ তখন টিম ইন্ডিয়া নিজেদের ফিজিওকে ডেকে নেয় তাঁর চিকিৎসা করার জন্য ৷ বাইশ গজের লড়াই যে মানবিকতায় প্রভাব ফেলতে পারে না তাই প্রমাণ করল টিম ইন্ডিয়া৷