Categories
ছোট্ট সইদের চড়ুইভাতি
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
চড়ুইভাতি, চড়ুইভাতি!
সারাটা দিন মাতামাতি,
চড়ুকগে রোদ, চাইনা ছাতি।
ডাক সবারে, ডাক এখনি,
শান্তা, কেয়া, ঝর্ণা, টুনি…
আজ জুটেছি সব নাচুনি!
হাঁড়িটা ধর শক্ত করে,
খুন্তি নাড়ি জোরসে জোরে।
দেখিস! চুলায় যাস্ না পড়ে।
ঝগড়া লাগুক, দিস্ না আড়ি,
শেষ বিকালে পড়বো শাড়ি,
ফিরবো না কেউ জলদি বাড়ি।
রান্নার কী ঘ্রাণ ছুটেছে!
বলিস কী! নুন বাদ পড়েছে?
এই সেরেছে! এই সেরেছে!
কথাসাহিত্যিক