| 27 জানুয়ারি 2025
Categories
ফটোগ্রাফি

পাহাড় চূড়ায়

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর কবিতায় বলেছিলেন-

‘অনেকদিন থেকেই
আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।’

পাহাড় কেনার শখ হয়ত আপনারও আছে কিংবা পাহাড় নিয়ে ভালোলাগা। ইরাবতীর জন্য আজকের আয়োজনে থাকছে দীপ্তেশ চৌধুরীর ক্যামেরায় দেখা পাহাড়ের কিছু ছবি।


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
তোমার দিকে আসছি আমি অন্ধদের দেশ থেকে


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
যতদূর আছ তুমি ততদূর রয়েছে বীথিকার বিশাল সরণি

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
কান দিও না রাস্তা থেকে উঠে আসা কোনো হাঁক-ডাকে;
ওরা তোমাকে শেখাতে চায় কিভাবে
নিজেকে
পোড়াতে হয়
জীবন্ত

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
যতদূর আছ তুমি ততদূর যত্রতত্র ভেঙে পড়ে
রোদের রেলিং

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
ডানার প্রতিটি ঝাপটায়
ক্রমশ দূরে আরো দূরে চলে যায়

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
একটি কথাই বলার আছে তোমাকে আমার : আমি এসে গেছি,
এই দ্যাখো আমি

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
যতদূর আছ তুমি ততদূর পর্যন্ত রয়েছে এক রাস্তার কোণ
যেখানে ক্রিস্টাল মেঘের ভেতর স্থির ঘুমায় ওরা
যাদের না আছে ঘর না আছে ঈশ্বর

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত