Categories
পাহাড় চূড়ায়
আনুমানিক পঠনকাল: 2 মিনিট
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর কবিতায় বলেছিলেন-
‘অনেকদিন থেকেই
আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।’
পাহাড় কেনার শখ হয়ত আপনারও আছে কিংবা পাহাড় নিয়ে ভালোলাগা। ইরাবতীর জন্য আজকের আয়োজনে থাকছে দীপ্তেশ চৌধুরীর ক্যামেরায় দেখা পাহাড়ের কিছু ছবি।
পর্যটক,ফটোগ্রাফার