কাকতাড়ুয়া স্মৃতিগুলো
ও গো মেঘের মেয়ে
তুমি না হয় হারিয়ে যাওয়া এক প্রহরে
খুব যতনে ভুলে গেছ
দূরাকাশে উড়ে গেছ
পউষ-পার্বণের এক দুপুরে
স্মৃতিগুলো খুন করেছ।
আমার কেবল মনে পড়ে
পোড়া ক্ষতে দহন বাড়ে
কাকতাড়ুয়া স্মৃতিগুলো খুব নীরবে প্রশ্ন করে —
এখন তুমি কেমন আছ?
সোনার সিন্ধুকে জমে প্রেম
শুনেছি তুমি চিরকালের
পারিজাত প্রেম
দুঃসাহসী এক নাবিকের বেশে
হৃদয় সন্ধানে এলেম।
ও গো, দেখো চেয়ে
নয়নের জল দিয়ে
সোনার সিন্ধুকে জমে প্রেম।
দেখতে পাওনি
অতল ঐশ্বর্যমণ্ডিত হৃদয়খানি।
অপ্রেমের চেয়ে প্রেমই চিরকাল উত্তম
তুমি প্রেম
প্রত্যহ প্রার্থনা সমান।
বিশ্বাসী হৃদয় যেমন শেষ নিশিতে ডেকে ওঠে
‘আসসালাতু খাইরুম মিনান্ নাউম’
ঘুম থেকে প্রার্থনা উত্তম
তেমনি এক বিশ্বাসী হৃদয় নিয়ে আজো তোমাকে ডাকি।
এসো প্রেম
অপ্রেমের চেয়ে প্রেমই চিরকাল উত্তম।
নিষ্ফল প্রার্থনা
প্রচণ্ড দাবদাহে পুড়ছে প্রাণ
মহাকাল
ধ্রুপদী হৃদয়
অবিরাম রক্তক্ষয়।
চেনা দিগন্তে তেজস্বী রোদ
নিচ্ছে প্রতিশোধ।
অন্তহীন প্রতীক্ষার নরম মাটি
হয়েছে চৌচির
বেদনায় বিদীর্ণ পৃথিবীর প্রাচীন প্রার্থনা
এখনও বধির।
নিলাজ দুঃখ
দুঃখ তুমি দিনদুপুরে
আমার সঙ্গে দেখা করো
আমি যে খুব বিব্রত হই।
খুব নিশীথে একলা থাকি
মানুষ তো নয় ঘুঘু পাখি।
নির্জনতা ভালোবেসে তখন এসো।

কবি, কলামিস্ট ও গবেষক।