মা দিবসে যমজ কন্যার মা হলেন ইরম শর্মিলা চানু
২০০০ থেকে ২০১৬— টানা ১৬ বছর অনশন করেছিলেন ‘আয়রন লেডি’ ইরম শর্মিলা চানু।মণিপুরের জঙ্গি কবলিত এলাকায় সেনাদের টহলদারি ৷ তবে তা শুধুই টহলদারিই নয় ৷ আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত ৷ আর এই অত্যাচারের ফলে ইম্ফলের কাছে মালোম এলাকায় অসম রাইফেলস সেনার গুলিতে শিশু সহ মারা যায় প্রায় ১০ জন ৷ এরই প্রতিবাদে সে সময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর ৷ গর্জে ওঠে শর্মিলার কণ্ঠও ৷ তারই প্রতিবাদে চানুর দাবি ছিল মণিপুরে এএফএসপিএ(আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ারস অ্যাক্ট) তুলে নেওয়া। বিশ্বের ইতিহাসে তাঁর এই অনশনই, সবচেয়ে বেশিদিনব্যাপী। ২০১৭ সালে দীর্ঘদিনের সঙ্গী ব্রিটেনের অধিবাসী ডেসমন্ড কৌটিনহোকে বিয়ে করেন। ৪৬ বছর বয়সে এই মাতৃদিবসে, ১২ মে, তিনি যমজ কন্যাসন্তান প্রসব করলেন। বেঙ্গালুরুর এক হাসপাতালে তাঁর সিজারিয়ান এই দুই সন্তানের জন্ম হয়। এক মেয়ের নাম নিক্স সখি এবং অপর জনের নাম অটাম তারা। নিক্স একটি লাতিন শব্দ, যার অর্থ ঠান্ডা। আর অটম তারা নামটিতে রয়েছে বৌদ্ধপ্রভাব। দুই নামের মধ্যেই আসলে শান্তির একটা বার্তা রয়েছে। ‘আয়রন লেডি’ রাজনৈতিক জীবনে একসময় অত্যন্ত আগ্রহী থাকলেও, এখন তিনি মনে করেন রাজনীতি বিষয়টা ঠিক তাঁর জন্য নয়। হয়তো তাঁর কন্যাসন্তানদেরও তাঁরই মতো ‘আয়রন লে়ডি’ হয়ে ওঠার পাঠ দেওয়াটাই এখন তাঁর মূল লক্ষ।
.
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)