চিনি উৎপাদনে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ ভারত, আর ভারতে সবচেয়ে বেশি চিনি তৈরি হয় মহারাষ্ট্রে। বীদ, সোলাপুর, কোলহাপুর, সাঙ্গলি, সাতারার মতো জেলাগুলিতে আখ কাটার কাজ করতে আসেন প্রায় ৫০০,০০০ দরিদ্র মানুষ, যাদের মধ্যে রয়েছেন প্রচুর মহিলাও। সম্প্রতি একটি সমীক্ষায় সামনে এসেছে আখ কাটার কাজ করতে আসা এই মহিলা কর্মীদের এক ভয়ঙ্কর অবস্থার কথা। জমির মালিক ও অন্যান্য উচ্চপদস্থ পুরুষকর্মীদের যৌন নির্যাতনের হাত থেকে বাঁচতে তাঁরা শরীর থেকে বাদ দিয়ে দিচ্ছেন জরায়ু! কাজ পাওয়ার জন্য হিস্টেরেকটমি করতে হওয়াটাই স্বাভাবিক হয়ে গিয়েছে এই মহিলাদের কাছে। তবে যৌন নির্যাতনই এই ভয়াবহ ব্যবস্থার একমাত্র কারণ নয়। তাঁদের যাঁরা কাজে নিযুক্ত করেন, সেই উচ্চপদস্থ ব্যক্তিদের দাবি, খতুস্রাবের সময় মহিলারা অনেকসময়ই খুব বেশি শারীরিক পরিশ্রম করতে পারেন না। সেটা তাঁরা মোটেও বরদাস্ত করবেন না! ফলে, কাজ পেতে চাইলে মহিলাদের জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার করেই আসতে হবে। এই অস্ত্রোপচার করানোর জন্য তাঁরা নিজেরাই কিছু টাকা অগ্রিম দিয়ে দেন, যে টাকা পরে আবার কেটে নেওয়া হয় ওই মহিলাদের বেতন থেকেই।
সূত্রঃ এনডিটিভি
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)