আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
এক রানে চেন্নাই সুপার কিংস কে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ঘরে তুললো ভিভো আইপিএল ২০১৯ ট্রফি। এটা মুম্বাই ইন্ডিয়ান্সের চুতর্থ আইপিএল ট্রফি।
প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে ১৪৯ রান। ওয়াটসনের ৮০ রানের পরেও শেষ ওভারের শেষ বলে ১৪৮ রানে থেমে যায় চেন্নাই।