| 27 জানুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: নির্মাল্য মুখোপাধ্যায়’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

মৎস মা প্রণাম

আমাদের ছোটবেলার আনন্দে মাছ ধরার
স্মৃতি রয়ে গেছে।
চল সবাই,আজ নদীর পাড়ে যাবো।
আড় বাঁধবো।
পাথর দিয়ে,বালি দিয়ে বাঁধ তুলবো আমরা।
সরু ফালির মতো পথে থাকবে ঘূণী,
শক্ত বাঁশের জাল।এখন অত জল নেই
কিন্তু বর্ষা আসবে।দুধারে গাছের পাতা
হয়ে উঠবে চিরোল সবুজ!
মাথায় ডোঙা পরে যাবো আবার ,
এই নদী জীবন—এই স্রোত আমাদের দেহ,
রুগ্নদেশের কত অপূর্ব মাছ:রুপোলি পুঁটি,
ট্যাংরা,চেলা,কই,বিরহিনী
সোনার বালি লুকোনো পাঁকাল
ধন্য বেঁচে থাকা!

মৎস মা,প্রণাম নাও আজ।
প্রৌঢ়ত্বের দরজা ঠেলে সেই আমি
ছোটবেলার নদীর জলে আবার
আঁচলভর্তি ফিরিয়ে দিলাম তোমাদের।

 

 

অঙ্গার

ঠিক করেছে
অঙ্গারে ভেসে
গিয়েছে সর্ষের ক্ষেত

মাঠের অন্তে
মন্দির

একা,

দীপ নেভা।

আঙুরে কামড় দিচ্ছে

উল্লাস;

লিঙ্গহীন প্রেত!

 

 


অপার্থিব

দুঃখের পথ এই ধানখেত পেরিয়ে চলে গিয়েছে অনেকদূর।
ছোট পুকুর।

সেখানে সারাদিন বঁড়শি ফেলে বসে থাকে হরিহর।
যা মাছ উঠে ছুঁড়ে দেয় জলে, জলের অতলে যদি সত্যিই তার হারানো ছেলেটি উঠে আসে,
যদি কোনওদিন কাঁটা লেগে ভেসে উঠে ডুবন্ত মাথা!

বিনিময়ে ব্যর্থ পাগল পিতা
কাঁদবে না, মরা গোপাল কাঁখে

নেমে যাবে অপার্থিব
ওই জলের ভিতর।

 

 

error: সর্বসত্ব সংরক্ষিত