আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ভারতের জি বাংলা টেলিভিশনের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নেয়া বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল। তাঁর গান মানেই আলোচনা। ফেসবুকে ভাইরাল। এই জনপ্রিয়তার মধ্যেই এল নোবেলের নতুন খবর। চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন তিনি। তবে সেটি বাংলাদেশের কোনো চলচ্চিত্রে নয়। সৃজিত মুখার্জি পরিচালিত কলকাতার চলচ্চিত্র “ভিঞ্চি দা” তে। চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি হলেন বর্তমানে কলকাতার অন্যতম সেরা পরিচালক। জানা গেছে, ভিঞ্চি দা ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।
আগামী এপ্রিল বা জুনে দর্শকের জন্য প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। নোবেলের গাওয়া গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আরেক জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায়। গানটি কথাও লিখেছেন অনুপম রায়। বাংলাদেশের এই গায়কের ভরাট গলায় গান শুনে বেশ মুগ্ধ সৃজিত মুখার্জি।