| 27 জানুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: পাপড়ি গঙ্গোপাধ্যায়’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

খেলনাবাটি

 

 এক

 

সোনালি খেলাঘর পেতেছি দোলনায়

অথচ নেই বাঁধ

পুতুলে নেই হাত

বাটির রান্নারা কুহকে চমকায়।

রঙীন কৌতুকে এ ঘোর দোলনা

ঠেলার কথকতা সেও কি ভান না?  

অথচ দোলনাটি বড় আকাশপ্রিয়

নামতে চায় না সে।

আকাশে বিদ্যুত

আকাশে খুব সুখ?

পুতুল হাতে নেই

 দড়ির বাঁধ কই?

ভাতের গন্ধটা  বড়ই মোহময়।

রঙীন দোলনাটি বেঁধেছি খেলনায়।

 

 

 দুই

 

তাহলে রইল সেই কথা

খুলব বন্ধ দরজা

ঢুকতে দেব বসন্তের হাওয়ার সঙ্গে

ফুটপাথের কান্নাও।

আওড়াব কিংবদন্তী।

সমস্ত সকাল বিকেল চলে গেল

ভর সন্ধ্যেয় শুধু

তারাগুলো সম্বল আকাশের।

কিন্তু বাতাসে কত রকম গন্ধ

তুমি চিনিয়ে দিতে পারতে।

তোমার না-আসা জন্ম দেয়

 কত হতে পারত  স্বপ্নের ।

অথচ অগাধ গভীর রাত্রে

শুধু তোমার বাণীগুলি

ফুটে ওঠে যান্ত্রিক জানলায়।

দরজায় কিছুই পৌঁছয় না।

না সাপ না বিলাস।

 

 

তিন

 

এ জীবন সাতবর্ণ জিভের আস্বাদ

 এ জীবন আজ্ঞাবহ তাসের ফুলঝুরি

আমি কি শেখাই সব?

আমি বুঝি মালকিন নই?

কে যেন দরজায় ভিক্ষে চায়।

জানলা দিয়ে বলে দিই,যাও

ওই দিকে সূর্য আছে, খোঁজো।

কর্পূরের মত যত গৌরবর্ণ নির্যাস

উবে উবে যায় যেন উবু দশ কুড়ি।

সেজেছি, সাজাই তবু মনোহর ক্রীড়া

ভঙ্গ হয়ে যায় সঙ্গদোষে।

                  

 

 

error: সর্বসত্ব সংরক্ষিত