আজ ২১ সেপ্টেম্বর কবি পাপড়ি গুহ নিয়োগী’র শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
বাৎসায়ন
প্রতিবার ভ্রমণের আগে
শহর চমকে ওঠে সোঁদা গন্ধে
তরল জ্যোৎস্না চুয়ে চুয়ে
টানটান হয় মাংসল রাস্তা
বৈঠা রগড়ে মৃত্যুর কাছে যাই
ধীরে ধীরে জুড়ে যাই শেকড় ছায়ায়
জলকে আদর দাও
দ্যাখো, কি আশ্চর্য ধাক্কা খেতে খেতে
কোটরে জল নাচে
কান্না জুড়েদি
অন্ধকার ঘন দেয়াল
শাদা ফুল ফোটে
নীল অসুখ
পরস্পর ওষুধ আমরা
স্নান শেষে পরে থাকে দীর্ঘ শূন্যতা
ইচ্ছা
মানচিত্র হেঁটে তোমার কাছে আসা
এখন সমস্ত রাত ভাবি
যদি একমাস তোমায় কাছে পেতাম
তাহলে প্রতিদিন মাংস হতো দুবেলা
কখনো খুব ভোরে ঠোঁট ঘষে ঘষে
নরম ঘাসের জিভে বৃষ্টি হতো
পবিত্র জল তুমি, চুপচাপ মিটাও তৃষ্ণা
অগ্নি স্পর্শ করো পাগলের মতো
মুহুর্ত হয় উৎসব, যেন স্রোতগান
আমার কাছে তুমি ঈশ্বর সমান
আমি
আদিম। বনজ
আমি তো নিঝুম
পাহাড়ি মেয়ে
বাঘছাল গন্ধের
জল ভাঙছি পাথরের
ব্রেকআপ
তুমি, আমি
আমরা হচ্ছি না
সম্পর্কে জল দাও
ব্যক্তিগত জল
পাশের বাড়ির পিসি
বিয়ে না করেই কী সুন্দর
পাতাবাহার গাছের মতো জীবন কাটিয়ে দিল
ঠাকুমা একদিন বলে,
তোর পিসির রান্নাঘরে কত বার জল ঢুকেছে
সে সব কথা আমি জানি
আসলে কিছু ব্যক্তিগত জল সবারই থাকে
নেপোটিজম
১.
ঘড়ির ভেতর নেপোটিজমের জল ঢুকে পড়ে
বৃষ্টি বদলে যায়
ইচ্ছে মৃত্যু হয় জলের চাপে
যোগ্যতার গলা টিপে
জল ঢুকে পড়ে প্রতিটি শিল্পে, ঘর ভাঙে
খেলা করে আত্মহত্যা
অথচ অসুখের উৎসবে হোলসেল চলছে
ঘুম নয় মৃত্যুর
২.
ক্রমশ শূন্যের ভেতর ঢুকে পড়ছি
দেশে লকডাউন নেই, লকআউট চলছে
পেটের কাঠামো বেরিয়ে আসছে
মালিক শেষ দৃশ্যে… বোবা কালা
৩.
কিভাবে টিকে থাকবে তুমি?
তোমার নাম ইন্ডাস্ট্রিতে প্রথম
রক্ত দিয়ে নামের বানান লিখতে থাকো
থুথু চেটে রাস্তা পরিষ্কার করো
ওদের মতো বদলে ফেলো নিজেকে
অবসাদ থেকেও শক্তিশালী নেপোটিজম
৪.
মুখ খুললে হামলে পড়ে গোটা সাম্রাজ্য
মৃত্যু রহস্যের কোনও উত্তর নেই
ওরা নেপোটিজমের প্রোডাক্ট
হাসি মুখের পোস্টার দেশ জুড়ে
ইতিহাস জানে ওদের কথা
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)