আনুমানিক পঠনকাল: 2 মিনিট
কুশীলব
তোমারই সাজঘর আর মঞ্চের মধ্যিখানে আমি
রঙ মেখে ঘুমের ঘোরে হাঁটছি
আমি কত পালটে যাচ্ছি সে তোমার মায়া
আমি যে একই আছি সে তোমার মায়া
যখন হৃদয় কাঁপছে
করোটির মধ্যে কাঁপছে তোমার
কান্না হাসি আর কায়া
তোমার স্তন আমাকে দাও
নিঃশব্দে নেব
বুকে বসিয়ে নেব
সে তোমার অলজ্জিত ছায়া
কর্ম ও কর্মী
অনেক অনেক কাজ করার পর ১ জন নিজের কথা বলছেন
বলছেন সময়ের দীর্ঘতার কথা
অবসন্নতার কথা
বলছেন অবসন্নতা সত্য নয়
সত্যের উপরে বেশি চাপ দিলে তাকে মিথ্যার মতো দেখায়
বই থেকে মলাট ছিঁড়ে খেলছে তাঁর শিশু
যুদ্ধকাহিনি
বাড়ি রঙ করা আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ অবধি একইরকম সিরিয়াস ব্যাপার
এমন ১ ভোরবেলা যেখানে কোনো পাখির ডাক নেই
মানুষ সেখানে কান পেতে আছে মানুষের গান শুনবে বলে
সেই ভোরের কিনারায় বসে আছি আমি
তুমি আমি
আমরা
কুয়াশা আর রোদ্দুরের খেলায়
ভাল একটা আবহাওয়ায় ২ জন মানুষ যত ভাল থাকতে পারে
খারাপ আবহাওয়াতে তার চেয়ে তারা খুব খারাপ থাকে না
এই কবিতায় আমি এইজন্যই ৪ বার মানুষ শব্দটা লিখলাম
প্রাক্তন
নিজস্ব রোদে ১ প্রাক্তন রমণী
বঁড়শির সুতো টেনে টেনে
সূর্যের পরিচয় মাপছেন
যেন আমি
মাপ চাইছি আমারই
খুব ভাল লাগল।