| 1 সেপ্টেম্বর 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: দুটি কবিতা । স্বাতী ইন্দু

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বিনোদন
 
বিনোদ, বিনোদ ডেকে বিনোদিনী ওই
আজো পড়ে জলস্তর, শ্যাওলার বই।
হৃদয় অচুক ভুলে এলক্যামি ভাষা
পড়ে নিয়ে নেশাতুর অজস্র কুয়াশা
মাথায় জমিয়ে নিয়ে কি পাগল পাড়া!
রাত্রির সমাজ দেগে দ্যায় সে বেয়ারা।
রাত্রিভানু তবু তাকে ডেকে কথা বলে
কথা তবু তুচ্ছ হয় কথাকলি ছলে।
অনন্ত লবণ গল্প মৃত সাগরের
ডুবিয়ে মারেনা ভাসে যেন ভাগাড়ের
সেই সব অশান্তির, ঘৃণ্য বিনোদন !
বিনোদ ডেকো না মাইয়ো বিনোদিনী মন।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
হাওয়া
 
শরীর হয়ে গেছে সূক্ষ্ম জলাশয়
একটু হেলদোলে উফ! কি কম্পন!
মরে যাবো কোনদিন,ডুববো লোষ্ট্রবৎ
ভয়ে থাকি অহরাত্রি মাটির পাত্র
ভঙ্গুর ভঙ্গুর, জঙ্গম জঙ্গম।
কথা কেন বলবো, পাথর কি কথা বলে
রাত্রি বিনা বাক্যে মিশছে অতল জলে।
আর কোন চাওয়া নেই মৃদু হাওয়া ছুঁয়ে যাওয়া
শ্বাস নেয়া,শ্বাস ফেলা অবারিত থাক হাওয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত