উৎসব সংখ্যা ১৪৩১: সম্পাদকীয়
সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি উৎসবের বিশেষ দিনে সেই অখণ্ড সত্যকে স্বীকার করিবার দিন-এইজন্য উৎসবের মধ্যে মিলন চাই। একলার উৎসব হইলে চলে না।
-রবীন্দ্রনাথ ঠাকুর
সভ্যতার শুরু থেকেই মানুষ উৎসব মুখর। আর উৎসব, আচার, অনুষ্ঠান বাঙালির রক্তে। উৎসবের অনাবিল আনন্দের মধ্যে মেতে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বাঙালী জাতির বৈশিষ্ট্য। আর বাংলা হল ভারতের উৎসব-অনুষ্ঠানের আঁতুড়ঘর, কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান। উৎসবে সাহিত্য একটি অনুষঙ্গ যা বহুকাল ধরে বহমান। দৈনিক ইরাবতী প্রতি বছরের মতো এ বছরও উৎসব সংখ্যার আয়োজন করতে পেরেছে লেখক, পাঠক ও ইরাবতী পরিবারের ভালোবাসায়।
অন্ধকারের শীতল স্পর্শ এবং অস্থির সময়ের ভয়ংকর চোখরাঙানি উপেক্ষা করে আমরা এগিয়েছি। বিভিন্ন সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান সময় তার উৎসাহ-উদ্দীপনার অর্থবহ দিকটি বিস্মৃত হতে দেয়নি। সম্মিলিত আয়োজনে সেই আশা আকাঙ্খার ক্ষুদ্র আলোকবর্তিকাটিকে উজ্জ্বলভাবে জাগিয়ে রাখার যে প্রচেষ্টা, তা শুধু সহপথিকদের অকুণ্ঠ সহযোগিতারই ঈষৎ মূল্যায়ণ মাত্র। যেভাবে মননশীল প্রবীণ সাহিত্যিকদের সঙ্গে নবীন প্রজন্মের মেধাবী তরুণ লেখকেরা তাদের সৃজনকর্মের মাধ্যমে মেলবন্ধন ঘটাতে পেরেছেন তা তুলনাহীন। অবশেষে উৎসব সংখ্যার কাজ সম্পন্ন করা গেল। ভালো লাগছে এটা ভেবে যে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, বাংলাদেশ সহ বিশ্ব পরিস্থিতির সকল প্রতিকূলতার পরও সমস্ত মন খারাপ ও উদ্বেগকে উপেক্ষা করে, তাঁরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের এই উৎসব সংখ্যাকে যথাযথভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।
ইরাবতী উৎসব সংখ্যা ১৪৩১ অনেক নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে, নতুন রূপে হাজির হয়েছে পাঠকের দরবারে। আশা করি ইরাবতীর এই নতুন উপস্থাপনা পাঠকদের নতুনভাবে আনন্দ দেবে। বহু গুণী লেখক, কবিদের কলমে সমৃদ্ধ হয়েছে এই সংখ্যা। প্রবন্ধ, নিবন্ধ, গল্প, গদ্য, কবিতা সবকিছুর সমাহারে ইরাবতীর সকল পাঠকের কাছে সমাদৃত হবে এই আশা রাখি। বিশেষ কৃতজ্ঞতা অনন্যা ভৌমিকের প্রতি।
যাঁদের কলমে সমৃদ্ধ হয়েছে এই সংখ্যা তাঁদের সকলের প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ী কে আবারও অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা এভাবে ইরাবতীর সঙ্গে নিরন্তর থাকবার জন্য।
সংখ্যাটি পাঠকের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
সম্পাদক, ইরাবতী
অলকানন্দা রায়