আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আইপিএলে এখন পর্যন্ত বাঙ্গালোরের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন ১২টি। তারপরও তারা শিরোপাশূন্য।
সর্বোচ্চ সেঞ্চুরির এই তালিকায় থাকা প্রথম তিন দলই এখন পর্যন্ত শিরোপার মুখ দেখেনি। কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন ১০টি। তিন নম্বরে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যানরা পেয়েছেন আটটি। তাদের সান্ত্বনা ব্যক্তিগত পারফরম্যান্সই।
বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো বিশ্ব কাঁপানো তারকা। তবু শিরোপাশূন্য তারা। অথচ তারকারা যে একদম ব্যর্থ তাও নয়। পরিসংখ্যান বলছে, আইপিএলে সেঞ্চুরির সংখ্যায় সবার চেয়ে এগিয়ে বাঙ্গালোর। এবার কি রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর পারবে ঘরে তুলতে অধরা আইপিএল ট্রফি,সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।