Categories
মেঘকন্যে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![উৎপল কুমার ধর]()
বর্ষার মেঘ বাঁধন হারা রঙটা বেজায় কালো
মেঘ-শরতের নজর কাড়া দেখতে ভীষণ ভালো
বর্ষার মেঘ জমাট বাঁধা জল ঢালে টুপ টুপ
হোক কালো কেউ হোকনা সাদা দুটোই অপরূপ !
বর্ষার মেঘ বৃষ্টি ঢালে সবুজ ঘাসের মাথায়
ঝরতে থাকে খড়ের চালে, কদম গাছের পাতায়
সকাল দুপুর সন্ধ্যে রাতে জল ঢালে মাঠ-ঘাটে
টাপুর টুপুর ছন্দ গাঁথে শিশুর সহজপাঠে !
শরৎকালের মেঘটা ভাসে তুলোর পাখনা মেলে
পুজোর মাসে নীল আকাশে আনন্দ দেয় ঢেলে
তাই না দেখে সাত-সকালে শিউলি শালুক ফোটে
তাকুড় নাকুড় ছন্দে তালে ঢাকের আওয়াজ ওঠে !
মেঘ সাদা হোক কিংবা কালো বন্ধু দুটোই আমার
দুটোই জ্বালে খুশির আলো ভরায় সবুজ খামার
তাইতো সদাই ওদের জন্যে হাতমেলে বুকপাতি
বাড়িয়ে দে হাত মেঘকন্যে হবো যে তোর সাথি !
![উৎপল কুমার ধর](https://irabotee.com/wp-content/litespeed/avatar/27f0c5fedb962c5981377228ab0653e9.jpg?ver=1738379349)