বাহুবলীর মতো সাফল্য কি পাবে প্রভাসের নতুন ছবি। এই মুহূর্তে অনেকেরই মনেই ঘুরছে এমন প্রশ্ন। ছবির মুক্তির পর রিভিউ খুব একটা ভালো নয় প্রভাস-শ্রদ্ধা কাপুরের এ বছরের বহু প্রতীক্ষিত ছবি ‘সাহো’র। তবে বক্স অফিস কালেকশনে বেশ ভালোই খেলা শুরু করেছে ছবি। তিন দিনে বিশ্বব্যাপী যেদিন ছবির পকেটে ঢুকেছে ২৯৪ কোটি টাকা, ঠিক সেদিনই ছবির উপর বোমা ফেললেন ফরাসি পরিচালক জেরম সালে। তাঁর অভিযোগ, ২০০৮ সালে তৈরি তাঁর ছবি ‘লার্গো উইঞ্চ’ থেকে সাহো পুরোপুরি টোকা হয়েছে।
হ্যাঁ, এই খবরে যাঁরা এখনও পর্যন্ত সাহো দেখেননি, তাঁদের মন খারাপ হওয়ারই কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিনা রাখ-ঢাকে যেভাবে ফরাসি পরিচালক গলা চড়িয়েছেন, তাতে তেলুগু পরিচালকের লজ্জায় নাক কাটা যাওয়ারই কথা।
সালে ট্যুইট করেছেন। লিখেছেন, ‘ভারতে আমার বেশ উজ্জ্বল ভবিষ্যৎ মনে হচ্ছে।’ একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘লার্গো উইঞ্চের এই ফ্রি মেক আগেরটার মতোই খারাপ। তাই তেলুগু পরিচালকেরা দয়া করে আমার কাজ চুরি করলে, সেটাকে ঠিক করে করুন।…’
এর আগেও তেলুগু পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ তুলেছিলেন সালে। ছবির নাম ছিল অগন্যেতাবাসী।
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)