Categories
কাঞ্জিটা খেতে চাই
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![শঙ্খশুভ্র পাত্র]()
প্রাণ যায় যাক তবু লড়ে যাবে পাঞ্জা
ম্যাড়মেড়ে মনটিতে ঘষে দিও পাঞ্জা ৷
পাঞ্জাবি পরে তুমি যেতে পার গঞ্জে
ঢিলেঢালা পায়জামা, টুপিটা কি স্পঞ্জের ?
কী জানি ! অবাক হয়ে গোপীনাথ ভঞ্জ
বললেন — আমি ভাই, নই খোঁড়া-খঞ্জ ৷
যদিও দণ্ড হাতে হেঁটে রোজ বিকেলে—
ভোজপুরি গান গাই, খোঁজ করি কী খেলে
গায়ে বেশ বল হবে — ছাড়বো এ-যষ্ঠি,
বৃদ্ধজীবনে চাই শান্তি ও স্বস্তি ৷
প্রাণ যায় যাক তবু লড়ে যাব পাঞ্জা,
কাঞ্জিটা খেতে চাই — তাড়াতাড়ি আন্ যা ৷
![শঙ্খশুভ্র পাত্র](https://irabotee.com/wp-content/litespeed/avatar/fb357c86febdc2d0052013abfbd74e45.jpg?ver=1738954186)