‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালের ভিডিও ফাঁস
ভারতীয় জিটিভির জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর সেই বিতর্ক যেন আরো উস্কে দিলেন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশের তরুণ শিল্পী মাঈনুল আহসান নোবেল!
‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে নিয়ে গুঞ্জন ছিলো যে, জি বাংলার জনপ্রিয় এই সংগীত রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয় গত ২৯ জুন। আর এতে দর্শক জরিপে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হন অঙ্কিতা। যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল!
অনুষ্ঠান প্রচারের আগেই ফলাফল প্রকাশ হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকসহ ‘সা রে গা মা পা’র সঙ্গে যুক্তরা। তবে গ্র্যান্ড ফিনালের ফলাফল ফাঁসে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়েন বাংলাদেশি প্রতিযোগী নোবেল। ফলাফল নিয়ে সবচেয়ে বেশীবার গণমাধ্যমের সম্মুখিন হয়েছেন তরুণ এই শিল্পী।
কারণ তার চ্যাম্পিয়ন না হওয়ার খবরে হতাশ হন পশ্চিম বাংলা ও বাংলাদেশে তার অগনিত ভক্তরা। সোশাল মিডিয়াতেও আলোচনা-সমালোচনার ঝড় উঠে। অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে তখন বলা হয়, গ্র্যান্ড ফিনালের দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে!
এমনকি ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালে রেকর্ড নিয়ে ক’দিন আগেই বাংলাদেশের গণমাধ্যমে নোবেল জানান,‘গ্র্যান্ড ফিনালের শুট-ই এখনো হয়নি।’
কিন্তু এমন বক্তব্যের পর গত মঙ্গলবার (৯ জুলাই) নিজেই গ্র্যান্ড ফিনালের মঞ্চে পারফর্ম করা একটি গান নিজের ইউটিউবে আপলোড দেন নোবেল। শুধু তাই নয় সেই গানটির ভিডিও লিঙ্ক ফেসবুকেও শেয়ার করেন তিনি।
আপলোড দেয়া গানটিতে নোবেলকে দেখা যায় বাংলাদেশের রকস্টার জেমসের গাওয়া ‘আমার সোনার বাংলা’ শিরোনামের গানটি কভার করতে। এসময় জমকালো স্টেজে ‘সা রে গা মা পা’র অ্যানিমেশন টেক্সটও দেখা যায়। তবে গানটি আপলোডের পর নিজেই আবার ইউটিউব ও ফেসবুক থেকে তা সরিয়ে নেন। এ বিষয়ে জানতে নোবেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালের ‘শুটিং ই হয়নি’ বলার পর সোশাল মিডিয়ায় নোবেলের ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নোবেলের এই ভিডিও ফের উস্কে দিলো তার ভক্তদের। তবে অনেকেই বলছেন, ফলাফল নিয়ে বিতর্ক না করে ২৮ জুলাই ‘সা রে গা মা পা’র গ্র্যান্ড ফিনালের জন্য অপেক্ষা করাই শ্রেয়।
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)