আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বলিউডে বিয়ের সিজন যেন আর শেষ হচ্ছেই না। সোনম,অনুষ্কা, রণবীর-দীপিকা, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের পর এবার শোনা যচ্ছে আরও এক সেলেবের বিয়ের খবর। না, রণবীর-আলিয়া নয়। ইনি হলেন শ্রদ্ধা কাপুর। ‘
‘বলিউড বাবল’ সূত্রে খবর ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর শ্রদ্ধা আপাতত সেলিব্রিটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁরা একে অপরকে বহু সময় ধরে জানেন। তবে ২০১৮ থেকে তাঁরা সম্পর্কে রয়েছেন। ফারহানের সঙ্গে সম্পর্কে ভাঙার পর শ্রদ্ধা আর দেরি করতে চাইছেন না। শ্রদ্ধা চাইছেন দেরি না করে রোহনের সঙ্গে এবার বিয়েটা সেরে ফেলতে।
সূত্রঃ জি নিউজ