| 27 জানুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: শ্যামশ্রী রায় কর্মকার’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ভাল লাগে
 
 
এই তুমিই নিয়েছ মেনে গ্রীষ্মের  রোদের স্বৈরাচার 
বর্ষার উন্মাদ হাত টুঁটি টিপে ধরেছে তোমারও 
অবধারিত মৃত্যুর মতো বজ্রপাত এসে দাঁড়ালেও 
অপেক্ষা করেছ তুমি, যেন এই নিয়তি তোমার 
কপালে দেবতা লিখে দিয়েছেন, মেনে না নিলেই
স্বর্গচ্যুত হবে আর নরকেও ঠাঁই জুটবে না 
 
ভালো লাগে দেখে, বড় ভালো লাগে, জেগে উঠেছ যে 
ভালো লাগে দেখে, তুমি মূর্তি নয় নিশ্চল নীরব 
না হয় দেরিই হল, তবু তুমি শিখে গিয়েছ তো 
জীবনের মেঘে মেঘে প্রতিবাদ দৃপ্ত সূর্যালোক 
 
 
 
 
 
 
 
প্রচ্ছদ: অনন্যা ভৌমিক
 
 
error: সর্বসত্ব সংরক্ষিত