৩০ বছর ধরে একসঙ্গে তিনটে সরকারি চাকরি
চাকরির প্রতিযোগিতা ক্রমশই বাড়ছে দিনের পর দিন ৷ খেয়ে, পড়ে বেঁচে থাকার জন্য নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে ৷ যোগ্যতা নিয়ে বহু মানুষকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় সব সময়েই তারই মধ্যে কারো ভাগ্যে শিকে ছেঁড়ে তো কারো ভাগ্যে জোটেনা কিছুই ৷
কেউ বা পেল প্রচুর পেল কেউ পেলনা মোটে, ভাবছি নতুন শতাব্দীটার কপালে কি জোটে ৷ বিখ্যাত গানটি শিল্পী লোপামুদ্রা মিত্র গেয়েছিলেন ৷ যেখানে চাকরির জন্য হন্যে হতে হচ্ছে সেখানে দিব্যি ৩০ বছর ধরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে একই সঙ্গে ৩টি সরকারি চাকরি করেছেন বিহারের বাসিন্দা সুরেশ রাম ৷
Kishanganj: A Bihar govt official, S Ram was working at 3 positions simultaneously in different departments & drawing salaries from them for over 30 years. AK Jha, DSP says, "We have received a complaint regarding the case, the accused is absconding, investigation underway." pic.twitter.com/EOUowFD3Vr
— ANI (@ANI) August 24, 2019
সুরেশ রাম নামে ওই ব্যক্তি একই সঙ্গে নির্মাণ, জলবণ্টন, বাঁধ মেরমতি দফতরে কাজ করতেন ৷ কিষাণগঞ্জে সরকারি দফতরের সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন তিনি ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ ডিএসপি জানিয়েছেন অভিযোগ পেয়েছেন তিনি সেই অনুসারে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে ৷
তিনটি আলাদা দফতরের বেতন পকেটে পুরতেন সুরেশ ৷ একজন সরকারি আধিকারিক হিসাবে বসের গুডবুকে নাম ছিল সুরেশের ৷ গত কয়েক মাস আগেই প্রকাশ্যে আসে এই দুর্নীতির বিষয়টি ৷ যখন অভিযুক্তকে তাঁর চাকরির সমস্ত কাগজ জমা দিতে বলা হয়েছে ৷ তাতেই পর্দাপাঁস হয়েছে ঘটনাটির ৷ অভিযুক্তের নমে এফআইআর করা হয়েছে ৷ বর্তমানে অভিযুক্ত ফেরার ৷