আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বিহ্বল,অপেক্ষার স্মৃতি যাই পরিণতি
পাক, লিপ্সাকে অস্বীকার করার কথাই
ভেবেছি সারাদিন, হত্যা? সেও তো প্রণয়,
সংকেত অতন্দ্রের চন্দ্র রোহিনী যোগ…
কিংবা সেই অলীক প্রবোধ তোমার স্তনের
প্রতনু ঘিরে বিবিক্ত আর্জব কোনো এক
রাতের সকালে– যেটুকু পোশাক সেটুকুই
প্রশাখার মতো বল্কলে বল্কলে প্রযুক্ত
থেকেছে অমলিন… আমি প্রভূত রঙিন এক
রমণগন্ধার পূর্বাপর ডেকেছি তন্ময়! বিহনে অনাদি বাঙ্ময়
এই অবসাদ, তুমি আসবে বলে এই চুরমার
জরিপ পদ্ধতির ফিতে মাপা লোকটির মতো
আমাকে ভাবিয়েছে প্রান্তর, শুধুই প্রান্তর…
