Categories
শ্রীমন্ত বসু’র দুটি ছড়া
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ষড়ঋতু
গ্রীষ্মের পর বর্ষা আসে
শরতের পরে হেমন্ত
হেমন্তের অন্তে শীত থাকে
শীতের শেষে বসন্ত।
ঋতুচক্র
গ্রীষ্মের তাপে বর্ষা আসে
বর্ষার জলে শরৎকাল।
শরতের শিশির হেমন্ত আনে
হেমন্তের অন্তে শীতকাল।
শীতের শেষে বসন্ত হয়
বসন্তের ফুল গ্রীষ্মে ম্লান।।
সংস্কৃতিকর্মী
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী