আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![ইরাবতী ডেস্ক]()
৪ মে আরসিবি ও সানরাইজার্স মুখোমুখি হয়েছিল। হায়দরাবাদ ইনিংসের শেষ ওভারে উমেশ যাদবের বল ‘নো’ ডাকা থেকে বিতর্কের শুরু। লংয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানান কোহালি। এগিয়ে আসেন বোলারও। দুই ক্রিকেটারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন লং। যদিও জায়ান্ট স্ক্রিন বোর্ডে দেখা যায় উমেশের ডেলিভারি বৈধই ছিল। আম্পায়ার তাঁর সিদ্ধান্ত অবশ্য বদলাননি। সানরাইজার্সের ইনিংসের শেষে আম্পায়ার রুমের দরজায় সজোরে লাথি মেরে বসেন লং।
বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস-এর কাছে গোটা বিষয়টি জানানো হয়েছে। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার সচিব আর সুধাকর রাও জানিয়েছেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’’ তিনি আরও বলেন, উমেশ যাদবের বল ‘নো’ ডাকায় বিরাট ও উমেশ আম্পায়ারের সঙ্গে কথা বলেন। এতেই হয়তো হতাশ হয়ে পড়েছিল লং। আম্পায়ার্স রুমের ভিতরে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখান লং। আম্পায়ার্স রুমের দরজার ক্ষতি করার জন্য পাঁচ হাজার টাকা দিতে হয় লংকে।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)