আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![ইরাবতী ডেস্ক]()
এই বছর আই পি এল শুরু হতে চলেছে আগামী ২৩ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গতবারের বিজয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে।
তিনবার রানার্স আপ হলেও এখনও পর্যন্ত আই পি এল চ্যাম্পিয়ন হতে পারেনি আর সি বি। সম্প্রতি এই ব্যর্থতার সম্ভাব্য কারণ জানালেন দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, ভুল সিদ্ধান্ত গ্রহণই এর মূল কারণ। বড় ম্যাচ জেতার মতো সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি তাঁর দল। পাশাপাশি তিনি আর সিবি-র সমর্থকদের প্রশংসা করে জানান যে, তাদের ভালবাসাই প্রতিটি মরসুমের আগে প্রত্যেক খেলোয়াড়কে নতুন উদ্যমে মাঠে নামতে উৎসাহ যোগায়।
সূত্রঃ ১৯/২০.ইন
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)