| 27 জানুয়ারি 2025
Categories
খবরিয়া

ও অভাগী আসছে মুখ্য ভূমিকায় মিথিলা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

 

বাংলা সাহিত্যের কালজয়ী গল্প উপন্যাসের কথা বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আসবেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাস বা বাংলা সাহিত্য নির্ভর কাহিনী অবলম্বনে আগেও তৈরি হয়েছে বহু বাংলা সিনেমা। তবে এখনকার এই ওয়েব সিরিজের জামানায় বাংলা সিনেমার গল্পেও এসেছে বিরাট পরিবর্তন। তাই দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে সিনেমার পরিচালক অনির্বাণ চক্রবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মান করেছেন ‘ও অভাগী’। শরৎচন্দ্রের মূল গল্পকে সঙ্গী করেই নিজের মতো রূপালী পর্দায় সেই কাহিনী ফুটিয়ে তুলেছেন অনির্বাণ চক্রবর্তী।পরিচালক অনির্বাণ বলেন, ‘‘ও অভাগী’ সিনেমাটি ‘অভাগীর স্বর্গ’ গল্পটি থেকে অনুপ্রাণিত। ষাট বা সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই সিনেমায়। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরো প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেশ কিছু নতুন চরিত্র যোগ হয়েছে সিনেমাটির চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং অন্যরকম কিছু তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ। ছবির প্রযোজক প্রবীর ভৌমিক বলেন অনির্বাণের সাথে যখন প্রথম কথা হয় তখন আমি জানতাম না কি সিনেমা ও বানাতে চাইছে কিন্তু আমার বহুদিনের ইচ্ছে ছিল বাংলা সাহিত্য নির্ভর বহু সিনেমা হয়েছে সবচেয়ে বেশি সিনেমা হয়েছে শরৎবাবুর কাহিনী নিয়ে কিন্তু কেউ অভাগীর স্বর্গ নিয়ে কোন সিনেমা তৈরি করেনি। যখন এই গল্পটা পড়েছিলাম বুকের ভেতর যে শূন্যতা তৈরি হয়েছিল তা বহুবছর পরে আমার ইচ্ছায় রূপান্তরিত হয়েছিল এই গল্পটা নিয়ে কখনো কাজ করার সুযোগ এলে আমি তা করবো। অনির্বাণ চক্রবর্তী আমার ইচ্ছায় রঙ ছোঁয়ালে আমি ঠিক করি এটা প্রযোজনা করবো।

ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, ঝাড়খণ্ডের ঘাটশিলার নানান অঞ্চলে।ও অভাগী সিনেমায় ‘অভাগী’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাফিয়াদ রশিদ মিথিলাকে। মিথিলা ছাড়াও এই সিনেমার কাস্টিং রীতিমতো নজরকাড়া। অভাগীর স্বামী অর্থাৎ রসিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষকে। জমিদার গিন্নির ভূমিকায় রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়। জমিদারের ভূমিকায় সুব্রত দত্ত। কাঙালির চরিত্রে অভিনয় করবেন সৌরভ হালদার। যমরাজের চরিত্রে নজর কাড়বেন ঈশান মজুমদার। এই ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সব কিছুর দায়িত্বেই আছেন অনির্বাণ চক্রবর্তী।ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবীর ভৌমিক। ‘ও অভাগী’ ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়-সহ আরও অনেকে।প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট, ‘ও অভাগী’ বড় পর্দায় মুক্তি পাবে ২৯ মার্চ।

 

 

 

error: সর্বসত্ব সংরক্ষিত