| 27 জানুয়ারি 2025
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: পথে যেতে যেতে । চৈতালী চট্টোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
৪.
 
এই তো ঘুমিয়ে আছি
সংসার মাথায় তুলে
নিয়েছে মইটি খুলে
অপযশ ভাঙা কুলো
সঙ্গে করেই বাঁচি
কত যে গয়না ছিল
ঝকমক আলোকধারা
জানকীর মতন পথে
ফেললাম নিভল তারা
তবে কী রইল বাকি
কাঁচা প্রেম প্রচুর ফাঁকি
এই তো ঘুমিয়ে আছি
এই তো ঘুমিয়ে থাকি
error: সর্বসত্ব সংরক্ষিত