| 27 জানুয়ারি 2025
Categories
ছড়া সংখ্যা ২০২২

বৈশাখী ছড়া । স্বপন বিশ্বাস

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
এক
 
বৈশাখ এসে গেল ধা ধিন ধিনতা
ঝড় এলে ঘর নড়ে হাবুদের চিনতা।
পান্তা ইলিশ খায় শহরের বাবুরা
দায়দেনা হালখাতা ভেবে মরে হাবুরা।
রোদে পুড়ে ঘামে ভিজে কাটে দিন হাবুদের
গিন্নির রাঙা শাড়ী পান্জাবী বাবুদের।
হাবুদের বাবুদের এই নব বরষে
হোক তবু শুভদিন আনন্দ হরষে।
 
দুই
 
বৈশাখী মেলা বসে গাজনের মাঠেতে
নদী-মাঠ চৌচির ডিঙি বাঁধা ঘাটেতে।
 
মেলা মানে খেলাধূলা হরেক রকম পন্য
ঘর গেরস্থি সখের জিনিস পাবে সবার জন্য।
ধামা কুলো কাস্তে ছুড়ি সব কিছু এক সঙ্গে
হাতি ঘোড়া সেনাপতি কী নেই সেই বঙ্গে।
মুখোশ আঁকা তালের পাখা বেলোয়ারী চুড়ি
নাটাই সুতোর সঙ্গে পাবে রঙ বেরঙের ঘুড়ি।
তালপাতার সেপাই পাবে ঘাড় কাঁপানো বুড়ো
দেব দেবতার সঙ্গে পাবে লম্বা রথের চুড়ো।
ছাঁচ বাতাসা খাগড়াই আর বিন্নি ধানের খই
কেউবা কেনে কেউবা দেখে খুশিতে থই থই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত