| 27 জানুয়ারি 2025
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: পাশে কেউ দাঁড়ালে মুহূর্তে ছোট হয়ে যাই 

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

পাশে কেউ দাঁড়ালে মুহূর্তে ছোট হয়ে যাই

চোখ তুলে দেখি সূর্য তাকে আগেই স্পর্শ করেছে

মেঘও স্পর্শ করেছে

বাতাসও

#

তাকে

আরও একটু সুন্দর লাগে

চরিতার্থও

একটু বেশি প্রফুল্লএকটু বেশি শীতবর্ষা

আরও বেশি বইছবিগানলেখাপত্তর

#

পাশে কেউ দাঁড়ালে নিজে তৃণাদপি সুনীচ নিমেষেই

তৃণ অর্থে ঘাস

ঘাসশ্যাম হয়অশ্যামও সময়ে

সময়ে একটিদুটি তুচ্ছফুল

সময়ে

দুগ্ধবতী গাভীদের বড় বেশি প্রয়োজনীয়

না বলতে বলতে দেয়ালে পিঠ

বাঘনখ দেয়ালের পিঠে

#

অসম্মান করার জন্যে কেউ সেভাবে কাদা ছিটনো বেছে নেয় না

কাদা আর কাঁদা যখন মিলেমিশে

সরাসরি ঘাসের ভেতর

সাপের চলা

স্পষ্ট

#

না বলতে বলতে নিজস্ব দীপ হঠাৎ একদিন হয়রান ভয়ে

তেমাথায় বাতাসগুলির যে দিকটি ভাল লাগে

অনেকদিনের পরে খানিক গেলেই

নরকঙ্কাল গলি

#

তাদের বাসি ছবি জ্যোৎস্না খুঁজে খুঁজে দেখায়

না বলব বলেই আমার জন্ম

না বলতে ভাল্লাগে না

একটুও

প্রত্যেকটি শব্দ গঙ্গায় যমুনায় স্নান করিয়ে নিই

উদোমঅবাধ্যহাতে পায়ে ধুলোময়লা

পথেঘাটে খেলা সেরে আসে

#

চায়ই না স্নান করতেটেনে এক চড় কষাই স্নান করাই

চুল আঁচড়ে দিইধোয়া জামা গায়ে দিয়ে বলি,

আয়নার সামনে যাওদেখো

#

খিল খিল করে হাসে

গলা জড়িয়ে ধরে

তারপরই বলে

খিদে

#

খিদে বলে যে শব্দটাকিছুতেই ভদ্র সভ্য করতে পারিনি

খুব গলাচিৎকার

#

খিদে বলে শব্দটা বলেঅনাবৃষ্টির কালস্নানজল পাও?

কোথা পাওকোত্থেকে পাও?

#

আমার শব্দগুলি অবশেষে গোল হয়ে দাঁড়ায়দুঃখব্রতী মুখ

নিচু স্বরে বলেতোর দেখছি চোখের জল

কিছুতেই ফুরোবার না

সবকিছু মনে আছেসব

গাছ বলছিল

সবকিছু মনে আছেসব

মাটি বলছিল

#

রোদ ও বাতাসজল ও জ্যোৎস্নাপাখিরাও

বলাবলি করছিল

এই নিয়ে

#

প্রবীরের মা বললমনে আছে

সিতাংশুর মা বললমনে আছে

ধীরেনদার বাবা বললমনে আছে

আশিসদার মেয়েও তাই বলল

#

পঞ্চাশ বছর

মিটিং মিছিল অবরোধ বন্ধ্

#

পঞ্চাশ বছর

ক্ষেতমজুরের বিষের তির ক্ষেতমজুরের চোখে

#

পঞ্চাশ বছর

ঘরবাড়ি ধানের ক্ষেত দাউ দাউ দাউ

#

খুনের পর খুনের পর খুনের পর খুন

ইউ এ পি এ

#

নদীর কাছে গিয়েছিলাম

#

নদী বলল,

সবকিছু মনে আসেসবকিছু

কিছু একটা ঘটছে

পিঠে আলো কিছু একটা খসে পড়ল

#

ভরসন্ধেভয় পেয়েছে গাছ

জড়সড় পাখিরাপাখিরা কেউ গান ধরেনি

#

কিছু একটা ঘটছে

ফুল স্পিডে পাখাআমি কেমন দরদর ঘামছি

#

শুনতে পাচ্ছ?

ডাকছে নাকুকুরগুলি কাঁদছে

#

আমরা ফের ভুল করলাম কোথাও

error: সর্বসত্ব সংরক্ষিত