Categories
শারদ অর্ঘ্য: বিদিশা সরকার’র কবিতা
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
![বিদিশা সরকার]()
সিলেবাসের বাইরে
অনুমানের ওপর দাঁড়িয়ে সম্পর্ক
মনোযোগ দিতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে যোগ বিয়োগে ।
অন লাইন ক্লাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে ব্ল্যাকবোর্ড
সম্ভবত এই কারণে আকাশ আজ ফিরে যাচ্ছে ….
ধোঁয়া ওঠা চায়ের কাপ থেকে বাষ্পীভবনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে
সেটা পরবর্তী ক্লাসে
সম্ভবত বক্তব্য যখন ভাষণ হয়ে যায়
তখন ল্যাপটপে রাখাল দাশের প্রয়োজনে
পূর্ব প্রস্তুতি —
সিলেবাসের বাইরে প্রশ্নের উত্তর আর
একটা নিরুপায় সম্পর্ককে পাশ ফেলের দরজায় দাঁড় করিয়ে
গুগল্ সার্চে খুঁজছি সেই মনোবিদ’কে
মেনোপজ বিষয়ে যিনি আশার আভাস দিয়েছিলেন।
সম্পর্ক ও মেনোপজ বিচ্ছুরণের উৎস থেকে
উদ্ধার করছে ব্যবহৃত কিছু মাস্ক
নিকোটিন বিষয়ক সতর্কতা থেকে দূরে জামাইবাবুর পানের দোকান
![](https://irabotee.com/wp-content/uploads/2023/10/abstract-face-drawing-aesthetic-minimal-continuous-line-illustration-contemporary-modern-portrait-for-wall-art-card-poster-print-beauty-vogue-design-free-vector-1.jpg)
ছাঁকনি
যতবার তোমার কথা বলতে চেয়েছি
থামিয়ে দেওয়া হয়েছে
যতবার তোমার কথা জানতে চেয়েছি
বোবা হয়ে গিয়েছে সব সকাল
এমনকি চাতক পাখিরাও
গমের দানার মত ঘোলাটে রোদ্দুরে
শ্যামল শস্যের মত হাওয়ায় কথারা কাকে শোনাচ্ছে
মুস্তফা সিরিজ
সুরগুলো এক কাপ
বেদানার রসে
নেমে যাচ্ছে গলা দিয়ে
গিলে নিচ্ছি কান্নার সহবত
দেখা হওয়ার দিনগুলো
না দেখা হওয়ার দিনগুলোকে
বাঁচিয়ে রাখতে রাখতে
শীর্ণ হয়ে গেছে যে নদী
একটা ডট পেন কী অনায়াসে ফুটো করে দিচ্ছে
কবিতার ছাকনি দিয়ে ঢুকে পড়ছে নদীবাহিত বিশেষ বিশেষ সংবাদ।
![বিদিশা সরকার](https://irabotee.com/wp-content/uploads/2021/05/bidisha-150x150.jpg)
কবি
জন্ম ২১শে জুলাই। কলকাতা।
প্রকাশিত কাব্যগ্রন্থ: যার সঙ্গে থাকি ,শূন্যের’মাঝারে , ঈশ্বর গোপনে আসে,ফুল দংশাই , ক্লাসিক বসন্তসেনা ,
পিয়া বাসন্তী রে ,হলিডে হোমের চারদিন,নিভন্ত আঁচেই তবে সেরে নিই , কাসেমের ঘরবাড়ি।
ব্যক্তিগত গদ্য – আত্মচর্চা ।
উপন্যাস – খন্ডিতা (তৃতীয় সংস্করণ)
গল্পের বই –ডিজিটাল