| 6 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: লাভ লাফাঙ্গা । শামীম আজাদ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

শোনোআর যদি

কোন ভালবাসাবাসি দেখি

ট্রেনে-টয়লেটেবাসে-বার্বাকিউ’তে

সুইনডোনে অথবা সিলেটে

আমি কিন্তু একদম  থেমে যাবো

যদি দেখিদুই জোড়া উদগ্র উদ্গ্রীব

জল ছিঁড়ে উঠে আসছে

উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে

পরস্পরের জানুর উপর

আমি ভাইরাস হয়ে যাবো

দেখা পাবো পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঢুলছে

নর ও নারীমহুয়া ও মদ ছাড়াই

দেহত্বক লেগে যাচ্ছে আঠাহীন আঠায়

যদি কদাচিৎ এমন এক প্রেম

প্রণয় হয়ে যায়

আমি কিমট্‌ এর ছবির মতন

অলীক হয়ে যাবো

ঐ ঘটমান বর্তমান দেখলে 

যে কোন কবিই কিন্তু

লাজ লজ্জাহীন দৌড়ে

খবরটা ছড়িয়ে দেবে

ব্রিকলেইন থেকে বরিশাল।

যেদিন আমি সত্যি ভালোবাসা দেখবো

হিম ও হাঙরের ভয় অগ্রায্য করে

এ্যামব্যাঙ্কমেন্ট ব্রীজের উপর

পা ঝুলিয়ে বসে থাকবো সারা রাত।

চলন্ত গাড়ির জানালা থেকে

তেমন যুক্ততা দেখি যদি কোনদিন-

ফ্ল্যাটে ফিরে এ চোখ আর ধোব না কিছুতেই

কাঠি-ঠেকা দিয়ে জাগা রবো

আর মনে পেতে দেবো

শুশ্রুষার সবগুলো ঠোঁট।

রাস্তায় ঘোরাফেরা করা লাভ-লাফাঙ্গাদের

ফুঁ দিয়ে দিয়ে দোয়া করে করে

পৌঁছে দেবো পর্তুগীজ ক্যাফের

ঐ পাগলা গায়কের নিকটে,

যে আজ সাতাশ বছর ধরে পড়ে আছে

একই প্রেমহীন গানের ভেতর।

সকালেই সে ছবি নিয়ে ছুটে যাবো

বেথনাল্গ্রীন বাংলা পাঠাগারে

তাঁর কাব্যগ্রন্থ খুলে দেখাবো সবারে

ঐ কচ আর এ দেবযানীরে।

উচ্চস্বরে জিজ্ঞাসিবো 

–      একবার চোখ বন্ধ রেখে

এই চঞ্চল সিকামোরের নিচে চুমু রেখে ভাবো

ভিন্ন কোন রঙ তুমি দেখতে পাও কিনা

মনে হয় কিনা তাহাদের আজ হয়েছে বয়স?

error: সর্বসত্ব সংরক্ষিত