Categories
দুটি ছড়া । অজিত রায় ভজন
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
শান্তি চাই
লঙ্ঘিত মানবতা দেখি আজ দানবতা,
মৃত মার বুকে শিশু বেদনায় ধুঁকে শিশু।
সাজানো বাড়ি পুড়ে খুব প্রিয় গাড়ি পুড়ে,
বোমা মারে চার্চে রে অসুরেরা বাড়ছে রে।
কোথা আজ বিশ্বজনা? কাঁদে দেখ্ নিঃস্ব জনা,
এগিয়ে আসুক সবে, মানুষ আজ হাসুক সবে,
জগতে শান্তি আসুক, সুখে সব মনটা ভাসুক।
নববর্ষ
আলো-তে হাসুক ধরা,
কেটে যাক্ দুঃখ জরা।
নতুনে ভাসুক সবে,
খুশিতে গান যে হবে।
বেদনার বিষ-টা ফেলে
নেবো সুখ কাছেই এলে।
হারালো কারো স্বজন,
হাহাকার করলো ক’জন।
জীবনে চলার বাঁকে,
তবু কেউ স্বপন আঁকে।
প্রিয়জন আজ হারালো,
দুখেরা হাত বাড়ালো
অনেকে হারায় মাকে,
ভরসা করতো যাকে।
বেদনায় ভরা বিষে,
দুনিয়া হারায় দিশে।
তবু আজ সবটা ভুলে,
তোমাকে নিলাম কোলে।
হাসুক আজ নতুন দিনে,
মধুসুর বাজুক বীণে।
ছড়াকার