শারদ সংখ্যা কবিতা: অন্তিম ইচ্ছা । আশিসরঞ্জন নাথ
ছোটবেলা অগাধ কৌতূহল নিয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম
মানুষ মরে যায় কেন আর মরে গেলে মানুষ কোথায় যায়
মা হেসে বলেছিল মানুষ মরে আকাশের তারা হয়ে যায়।
আমি অনেকদিন আমার ঠাকুর্দা আর ঠাকুমাকে
আকাশের তারার মাঝে খুঁজেছি।
যে ঠাকুমা আমার জন্মের আগে মরে গেছিলেন
জানি না তিনি দেখতে কেমন ছিলেন
তবু তারার মাঝে ঠাকুমাকে আজও খুঁজে ফিরি
আমার ঠাকুর্দা আমার হামাগুড়ি বয়সে মারা গেছেন
অস্পষ্ট চেহারাও তাঁর মনে নেই আমার
তবু তারাদের মাঝে ঠাকুর্দাকে খুঁজে ফিরি।
এখন বড় হয়ে বুঝতে পারি
মানুষ মরে গেলে আকাশের তারা হয় না।
আমারও মোটেও সে অভিলাস নেই
আমি মরে গেলে আমি যেন মিশে যাই মাটির মাঝে
ঘাস লতাপাতার মাঝে।
