Categories
দুটি ছড়া । পরিতোষ বাবলু
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আজ কাল পরশু
ইলিশ আর পান্তার
মাখামাখি আজ
সারা গায় শোভা পায়
বৈশাখী সাজ।
পাঞ্জাবি, শাড়িতে
আলপনা কাজ
ষোলআনা বাঙালি
আমরা তো আজ!
কাল কিবা পরশু
চিত্রটা অন্য
বেশি করে পেতে চাই
ভিনদেশী পণ্য।
কোট-টাই পরে যাই
অফিসে, মিটিংয়ে
ভালো লাগে থাই ফুড
চায়নিজ ইটিংয়ে!
ইলিশ মাছের পোনা
ইলিশ মাছের পোনা
বলল, পুঁটিসোনা-
ধুত্তুরি যা ভাল্লাগে না
হাসবো না, হাসবো না!
কারেন্ট জালে পড়লো ধরা
সবচে’ বড় ভাই
হঠাৎ দেখি মাসি পিসি
তারাও বেঁচে নাই!
পয়লা বোশেখ পড়বে জানি
ইলিশ খাবার ধুম
সত্যি পুঁটি কদিন ধরে
নেই চোখে তাই ঘুম!
কত্তো ইলিশ পদ্মা জুড়ে
পড়লো মারা ভাই
মাছের রাজা ইলিশ মাছের
সেফটি দেখি, নাই!
তিনি একাধারে ছড়াসাহিত্যিক ও শিশু সংগঠক। জন্ম সিলেট শহরে। ছেলেবেলা থেকে সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত। তাঁর লেখা জাতীয় পত্রিকা সমূহে বহুল ভাবে প্রকাশিত হয়েছে।