Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,পালকি চশমা রিকশা

পালকি, চশমা ও রিকশা । রানাকুমার সিংহ

Reading Time: 2 minutes
 
পালকি
 
টাহটিরেভান তুরস্কে যা কোরিয়ায় তা গামা
বলছে দাদু— উইকিবাবার এসব কথা থামা।
 
বলছি শোনো প্রাচীন রোমে লেটিকা আর জানো
বৃটিশরা কয় সিড্যান চেয়ার এবার দাদু মানো।
 
জিয়াও নামে পালকি চলে পূর্বে গণচীনে
পর্তুগালে লিটেইরা-ও হারায় দিনে দিনে।
 
ভিয়েতনামে কিউ এবং ফ্রান্সে পালানকুইনে
চড়তো সুখে রাজাধিরাজ তাদের সকল কুইন এ।
 
আদ্যিকালে আমার দেশে পালকি চড়ে রাজা
বৃটিশশাসক চড়তো জানি সেই ইতিহাস তাজা।
 
রেল এলো যেই বৃটিশ দেখি পালকি ছাড়ে সবই
নববধূর পালকি মানেই বাংলাদেশের ছবি।
 
চার বেহারার পালকি যেতো দূর থেকে দূর গাঁয়ে
লাগতো না ফুলের টোকাও সওয়ার বধূর পায়ে।
 
পালকি ছিলো অভিজাত ঐতিহাসিক বাহন
আজকে কিছু গেলাম বলে থাকলো কিছু কাহন।
 
 
চশমা
 
মিসরের সভ্যতা, কিংবা রোমান
চশমার ইতিহাসে আসর জমান।
চশমার মতো কাচই দেখে ঠিক সে—
আছে জানি হায়ারোগ্লিফিকসে!
 
সম্রাট নিরো জানি চশমার ছলে
চোখে লাগাতেন যা— কাচ আর জলে
গ্ল্যাডিয়েটরের ফাইট দেখতেন তাতে
দিন যায় চশমার ইতিহাস মাতে।
 
উল্লেখ, বারোশ ছিয়াশি সনে
জিওর্দানো ঢুকে চশমা-ক্ষণে!
ইটালির জিওর্দানো দা পিসা
চশমার রূপকার নয় মোনালিসা!
 
গিরোলামো নামক ইটালিয়ান
চশমার আধুনিক কাঠামো নামান,
গল্পটি সতেরশ সাতাশ এর
চশমা এগিয়ে চলে নয় হেরফের।
 
চশমার আবেদন শতকে শতক
একই আছে, চশমা ফ্যাশনেও রক!
 
 
রিকশাকথন
 
‘জিন্‌রিকিশা’ শব্দ আদি রিকশার
বলছি আমি এক্কেবারে ঠিক স্যার—
 
জাপান থেকে ‘জিন্‌রিকিশা’
রিকশা হলো দেশে—
মানুষ টানার বাহনটি এই
সংস্কৃতিতে মেশে!
 
‘জিন্’ মানে হয় ‘মানুষ’ এবং
‘শক্তি’ হলো ‘রিকি’
‘শা’ শব্দে হয় ‘বাহন’ জানি
এইটুকুনই শিখি।
 
গায়ের জোরে রিকশা চলে
সেই আদিকাল থেকে
বাহন নিয়ে হয় না কথা
রিকশাকে বাদ রেখে।
 
আঠারশ’র মাঝামাঝি
জাপানে-সিমলাতে—
সবার প্রিয় রিকশা হাসে
জোনাথনের হাতে।
 
উনিশ শতক শুরুর দিকে
কলকাতাতে মাতে—
বার্মা হয়ে রিকশা আসে
শ্যামল চট্টলাতে।
 
কিন্তু ঢাকায় বাহনটি এই
কলিকাতা থেকে
ইউরোপের বণিক আনে
ইতিহাস-উল্লেখে।
 
ধীরে ধীরে নিজের মতো
রিকশা সাজায় ঢাকা
সেই কাহিনি পাতায় পাতায়
যত্ন করে আঁকা।
 
বিশ্ব জানে প্রিয় ঢাকা
রিকশারই রাজধানী—
গেরাম-নগর রিকশাতে ভর
দিয়েই চলে জানি।
 
‘জিন্‌রিকিশা’ শব্দ আদি রিকশার
বলছি আমি এক্কেবারে ঠিক স্যার!
 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>