| 1 সেপ্টেম্বর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: কৃষ্ণকায় । নির্মাল্য মুখোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

মৃত্যুর শেষ দ্বীপে ধোঁয়া।
আর চারদিকে শুধু জল।তুমি এলে,
যেমন তোমার আগেও কতিপয় মানুষ
এসে পৌঁছেছে এইখানে।
রৌপ্যচূর্ণের মতো কুয়াশা,ক্ষয় নেই,স্থির
সেইসব মায়াবী জীবন হাত তুলে
চলেছে কোথায়
তাদের আবছা মুখ —
খশে পড়ে জলের উপর
এই শব্দ,এই কথা তবে ভেঙে দেয় মানুষের
একক সাধনা? ঘোর সন্ধ্যাসময়ে
কে যে কাকে ডাকে কেউ বুঝতে পারে না

চোখ বন্ধ করে মৃত্যুর শেষ দ্বীপে তুমি নেশার মাতাল,
তোমার চোখের উপর
শত শত কৃষ্ণকায় হাঁস,ক্রেঙ্কার উড়ে যায়।

error: সর্বসত্ব সংরক্ষিত