আনুমানিক পঠনকাল: 2 মিনিটচশমাটা খুলে আমি দাঁড়ালাম
দরজা-জানালায় মৃত অন্ধকার
পাষাণের ঘরে সে এখন পেতেছে সংসার
তাদেরই সন্তান সন্ততি নিষ্ঠুর নিষ্ঠুর
নিয়তিকে সঙ্গে নিয়ে বারবার আসে
ধ্বস্ত বিধ্বস্ত করে আমার নিজস্ব আশ্বাসগুলি
বিভ্রান্ত এসে রোজ পরামর্শ দেয়
আবেগের যানে চড়ে আত্মহত্যার কাছে যাই
ঘুরে দাঁড়াব আমি তবে কার অপেক্ষায়?
দু-একটি নতুন মুখ চাঁদের মতন উদিত হলে
মেরামত করতে থাকি আবার নিজেকে
অশ্রুস্রোত বয়ে গেছে ক্ষরণের কালে
আবার ভাসাব নিজেকে নোনা জলে
বাঁচার ভেতর এত মৃত্যু বেঁচে থাকে
নিস্তব্ধ নির্বাক রাতে চুপি চুপি যাই
বাইরে ভ্রমর ওড়ে, পায়রা ডাকে
দরজা ভেঙে ঢুকে পড়ে ডাকাত অন্ধকার।
সাফল্য সব বিক্রি হয়ে গেছে
এখন ফাঁকা হাটে বেগানা বিষাদগুলি
শব্দই এখন নৈঃশব্দ্যের পাখি ছোঁয়ার ভেতর অনেক প্রাচীন ছোঁয়া
তীব্র ব্যাকুলতায় ইচ্ছেগুলি ছড়িয়ে দেয়
আসক্তির প্রবল অন্ধকারে কাঁপতে থাকি
ছোঁয়াগুলি নিজস্ব সব ছোঁয়া
রাতজাগা মুখ ক্লান্ত দুর্বিষহা
জল তুলি আর আরোগ্যস্নান চাই
এই অনন্তের সীমান্ত জোড়া ঠোঁটে
সরস্বতীকে আবার নির্মাণ করি
আমার ভেতর থেকে বেরিয়ে আসে এক যুবক
তার জ্যোতির্ময় ইন্দ্রিয় থেকে নির্গত হয় ইশারা
আর উত্তেজনা হাঁ-করা তিমিমাছ
আমি তার ছেঁড়া ফ্রক সেলাই করি
ক্রমশ আলোগুলি অপার্থিব হয়
পৃথিবীর সমস্ত প্রেমিকার নাম সরস্বতী
জন্ম: ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে ।পিতা ও মাতার নাম :জিকির খান ও নওরাতুন । বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশুনো । প্রেমেন্দ্র মিত্রের কবিতায় পি এইচ ডি। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রথম কাব্যগ্রন্থ ‘কোথায় পা রাখি’(১৯৯৪)। কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি, নির্ঘুমের হ্রস্ব ধ্বনি, আকাঙ্ক্ষার ঘরের জানালা, সভ্যতা কাঁপে এক বিস্ময়ের জ্বরে, সর্বনাশের ডায়েরি ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন :কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য পুরস্কার, নতুনগতি সাহিত্য পুরস্কার ইত্যাদি ।
ঠিকানা :
রামরামপুর (শান্তিপাড়া),
ডাকঘর রামপুরহাট,
জেলা বীরভূম,
পিন কোড ৭৩১২২৪,
পশ্চিমবঙ্গ, ভারত ।
ফোন ৯৩৩২৯৯১২৫০
Related